ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্মাণাধীন কারখানার দেয়াল ধসে প্রাণ গেলো নারীর

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৪ অক্টোবর ২০২১

গাজীপুরে নির্মাণাধীন কারখানার দেয়াল ধসে নুরজাহান বেগম (৫৮) এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় সুমি আক্তার (৪০) নামে আরেক নারী আহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর পৌরসভার বহেরাচালা এলাকায় কেএসএস নিট কম্পোজিট মিলস নামের কারখানায় এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান ওই এলাকার ফাউজুদ্দিন মোল্লার স্ত্রী।

নিহত নুরজাহানের ভাতিজা আলম মোল্লা জানান, কারখানার পাশেই নুরজাহান বেগমের বাড়ি। বিকেলে তিনি তার নাতিকে নিয়ে বাড়ির সামনে দোকানে আসেন। এ সময় নাতি পানি খেতে চায়। তিনি কারখানার সীমানা প্রাচীর সংলগ্ন একটি কল থেকে পানি আনতে যান। এ সময় পাশেই কেএসএস নিট কম্পোজিট মিলসের নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে ইটের দেয়াল ধসে তার ওপর পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ কোন বক্তব্য দেয়নি।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে নিয়ে যান নিহতের স্বজনরা।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম