কেন্দুয়ায় আচারণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে আচারণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শো ডাউন করায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আসাদুল হক ভূঁইয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দেড়টায় কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুস সালাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
এছাড়া শোডাউনে নেতৃত্ব দেয়ার জন্য মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান চৌধুরীকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মো. রুহুল আমিন জাগো নিউজকে বলেন, সরকার কিংবা বিরোধী দলীয় হোক না কেন যেই আচরণবিধি লঙ্ঘন করুক না কেন তাকেই জরিমানা করা হবে।
কামাল হোসাইন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের