ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় প্রাণ গেলো ইটভাটা শ্রমিকের

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৮ অক্টোবর ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকচাপায় শফিক হোসেন (২৫) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চরবসু এলাকার হকের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিক পাশের রামগতি উপজেলার আজাদনগর এলাকার বশির আহমেদের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজাদনগরের বাড়ি থেকে কর্মস্থল চরবসুর ইটভাটার দিকে যাচ্ছিলেন শফিক। রাস্তা পারাপারের সময় মালবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটি আটক করেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ট্রাক চালককে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/আরএইচ/এএসএম