ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পারিবারিক ভ্রমণে গিয়ে রিসোর্টে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৯ অক্টোবর ২০২১

গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টের একটি কক্ষ থেকে মো. জিল্লুর আহমেদ (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া এলাকার ওই রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ঢাকার গুলশানর জহুরুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, পরিবারের সদস্যদের নিয়ে ৮ অক্টোবর (শুক্রবার) ওই রিসোর্টে বেড়াতে আসেন মো. জিল্লুর আহমেদ। রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সাড়ে ৯টার দিকে জিল্লুর আহমেদের বড় ভাই জামাল আবদুন নাসেরের কক্ষে গিয়ে ডাকাডাকি শুরু করেন। দরজা খুলতেই জিল্লুর আহমেদের অবস্থা গুরুতর দেখতে পান। পরে তাদের সঙ্গে বেড়াতে যাওয়া চিকিৎসক রেজাউল করিমকে ডাকেন তারা। তিনি প্রাথমিকভাবে দেখে জিল্লুর আহমেদের হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান।

এ ব্যাপারে সারাহ রিসোর্টের ম্যানেজার ইসমাইল হোসেন জানান, মৃত জিল্লুর আহমেদ হাট অ্যাটাকে মারা গেছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরশাদ বলেন, রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস