জোড়া লাগা সেই যমজ শিশুটিকে বাঁচানো গেলো না
নওগাঁর পোরশায় অভিন্ন পেটের যমজ শিশু মারা গেছে। রোববার (১০ অক্টোবর) বিকেলে ৩টায় উপজেলার সরাইগাছি মোড়ে অবস্থিত ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আহসান হাবিব।
যমজ শিশুটির মা ফিরোজা বেগম ও বাবা জাহাঙ্গীর আলম। তারা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা।
গত ২ অক্টোবর ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনে অভিন্ন পেটের যমজ শিশুটির জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে সেদিনই রাজশাহীতে স্থানান্তর করা হয়। কিন্ত আর্থিক সচ্ছলতা না থাকায় বিকেলে শিশুর বাবা আবারও ওই হাসপাতালে ফিরে আসেন।
যমজ শিশুটির মা ফিরোজা বেগম বলেন, তাদের দাম্পত্য জীবনে প্রথম যজম দুই মেয়ে সন্তানের জন্ম হয়। পরম আদর যত্নে তাদের আগলে রেখেছিলাম। আদর করে তাদের নাম রাখা হয়েছিল হালিমা খাতুন ও ফাতেমা খাতুন। কিন্তু আল্লাহ তাদের আর দুনিয়াতে রাখলেন না। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
শিশুটির বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমি পেশায় একজন কৃষক। তবে ব্যয়বহুল জানার পরও আমার সন্তানদের অস্ত্রোপচার করার ইচ্ছা ছিল। কিন্তু তার আগেই তারা না ফেরার দেশে চলে গেলো।
আব্বাস আলী/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান