ত্রাণে পচা আলু-ময়লা চাল, ফেরত দিলেন বৃদ্ধ
দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দরিদ্র হিন্দু ধর্মাবলম্বীদের ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। তবে পচা আলু ও ময়লা চালসহ নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ক্ষোভে ত্রাণ সামগ্রী ফেরত দিয়ে বাড়ি ফিরে যান ভানু রায় (৭০) নামের এক বৃদ্ধ।
এদিকে, অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম খাবার উপযুক্ত ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন।
খোঁজ নিয়ে যায়, উপজেলায় ৩২টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক হতদরিদ্র হিন্দু পরিবারের জন্য রাজস্ব খাতের টাকা ব্যয় করে চাল ১০ কেজি, আলু তিন কেজি, চিড়া এক কেজি এবং আধা কেজি করে ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়।
সোমবার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে ১৬০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। সহায়তা পেলেও খুশি হতে পারেননি সুবিধাভোগীরা।
সুবিধাভোগী রাণীগঞ্জ ইউনিয়নের ভানু রায় বয়সের ভারে ঠিক মতো চলতে পারে না। নিম্নমানের চাল আর পচা আলু নিয়ে পড়েছেন বিপাকে। পরে সেই আলু উপজেলা চেয়ারম্যানকে দেখান তিনি। বলেন, এ আলু আর চাল খাইলে তো মুই অসুস্থ হয়্যা পরিম। পরে তিনি আলুসহ খাদ্যসামগ্রী রেখেই বাড়ি ফিরে যান।
একই ইউনিয়নের সুবিধাভোগী রানু রাণী অভিযোগ করে বলেন, অনেক দূর থেকে আসলাম ত্রাণ নিতে। কিন্তু পচা আলু, ময়লা চাল, সয়াবিন তেলের বদলে নিম্ন মানের পামওয়েল দিলো। এইগলা দিয়া হামরা কী করবো?

সুবিধাভোগী মুকুল চন্দ্র বলেন, হামরা গরীব বলে কি মানুষ নই? ময়লা চাল আর পচা আলু, সয়াবিন তেলের পরিবর্তে পামওয়েল দিয়েছে। প্যাকেট ঠিক মতো না করায় চাল ও ডাল এক সঙ্গে মিশে গেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার সলিল কুমার বর্মণ দুঃখ প্রকাশ করে বলেন, হত দরিদ্র হিন্দু পরিবারগুলোর মাঝে নিম্ন মানের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এটা মোটেই ঠিক হচ্ছে না।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম জাগো নিউজকে বলেন, ময়লা চাল ও পচা আলু রয়েছে তা জানতে পেরে ত্রাণ বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রাণের মান যাচাই করে বাকিদের মধ্যে বিতরণ করা হবে।
পচা আলু, চালসহ নিম্ন মানের খাদ্য সামগ্রী বিতরণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র হিন্দু ধর্মাবলম্বীদের ত্রাণের জন্য এক দোকান থেকে ১৬০টি প্যাকেজ অর্ডার দিয়ে নিয়ে আসা হয়। এর মধ্যে ৩৮টি প্যাকেজে পচা আলু ছিল। আমরা বিষয়টি জানালে দোকানদার ভুল স্বীকার করে তা পরিবর্তন করে দেবেন বলে জানান।
মো. মাসুদ রানা/এসজে/এএসএম