বাবুগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় পল্লী বিদ্যুতের মালবাহী ট্রাকের চাপায় শিশু ইভা (৫) নিহত হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
ইভা রামপট্টি এলাকার ইকবাল হোসেনের মেয়ে। আটকরা হলেন, ট্রাকচালক নাসির উদ্দিন ও হেলপার আবুল কালাম।
বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে পল্লী বিদ্যুতের মালবাহী একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনার সময় ইভা গোসল করে বাড়ি ফিরছিল।
ট্রাকটি রামপট্টি এলাকা অতিক্রমকালে ইভাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ চালক ও হেলপারকে আটক করে।
সাইফ আমীন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ