ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০২১

কুমিল্লার জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পেশাগত কাজে বাধা ও আহত হওয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভুরঘাটা এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কালকিনি পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে ‘তৌহিদী জনতার’ ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিল থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। পুলিশ মিছিল বন্ধ করার নির্দেশ দেয়। নির্দেশ উপেক্ষা করে চলতে থাকলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায় তাদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

মামলার বিষয়টি নিশ্চিত করে ওসি ইসতিয়াক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এসআর/এএসএম