বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
চাঁদপুরের হাইমচরে বাড়ির পাশের পুকুরে ডুবে মোছা. ত্বোহা আক্তার (৮) ও মোছা. খাদিজা আক্তার (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের মহজুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তারা চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী এলাকার মো. তোফায়েল ঢালীর (৩৫) মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান মো. তোফায়েল। শনিবার দুপুরে ত্বোহা, খাদিজা অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। কোনো এক সময় সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পাড়ে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার