ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে পুলিশে দিলো এলাকাবাসী

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৪ অক্টোবর ২০২১

পটুয়াখালীর কুয়াকাটায় মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন দুই যুবক। এসময় ওই ছাত্রী স্থানীয়দের কাছে সহযোগিতা চাইলে স্থানয়ীয়রা তাদের আটক করে মাদরাসা সুপারের কাছে নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা খলিল বলেন, ওই দুই যুবক মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। এসময় মেয়েটি আমাকে দেখে ডাক দিলে আমরা ওই দুই যুবককে আটক করে মাদরাসা সুপারের কাছে নিয়ে আসি।

মাদরাসা সুপার সৈয়দ মো. ফারুক বলেন, এরা দীর্ঘদিন ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। আজ এলাকাবাসী তাদের ধরে আমার কাছে নিয়ে আসলে আমি পুলিশে খবর দেই। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইউএইচ/জিকেএস