টেকনাফে তালিকাভূক্ত মানবপাচারকারী গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে তালিকাভূক্ত এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ ইসলাম (৪৮)। তিনি টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া মানব পাচারে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারকৃত ইসলাম মানবপাচারে তালিকাভুক্ত। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওসি।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ব্যাংক ডাকাত-দুর্নীতিবাজদের জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে
- ২ একটা পক্ষ গোলামির বাংলাদেশ বানাতে চায়: আখতার হোসেন
- ৩ ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান
- ৪ ৯ মাসের সন্তানকে হত্যার পর গলায় ফাঁস নিলেন ছাত্রলীগ নেতার স্ত্রী
- ৫ আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর