গাইবান্ধায় ৫ প্রার্থীর জরিমানা
গাইবান্ধা পৌর নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনের দায়ে বুধবার রাতে পাঁচ প্রার্থীর সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাদের মধ্যে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের এক হাজার ৫শ’, অপর মেয়র প্রার্থী আনোয়ার উল সরোয়ার সাহিবের এক হাজার টাকা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম ভুট্টুর চার হাজার টাকা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মশিউর রহমান এক হাজার টাকা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রকিবুল ইসলাম রিটনের এক হাজার টাকা জরিমানা করা হয়।
বেআইনিভাবে শোভাযাত্রা ও মোটরসাইকেল র্যালি বের করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।
অমিত দাশ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান