স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘরে আগুন ধরিয়ে দিলেন যুবক
খাগড়াছড়ির রামগড় উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে মো. মিজান নামে এক যুবক।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিজান ওই এলাকার মৃত আবদুল মান্নান চকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে তিন বছর আগে স্ত্রীকে তার বাবার বাড়িতে যাওয়াসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে বলেন মো. মিজান। কিন্তু শনিবার মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে জামাতার বাড়িতে আসেন শ্বশুর। এতেই ক্ষুব্ধ হয়ে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেন মিজান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মো. মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছে। ফায়ার সার্ভিস আসার আগেই টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার পর থেকে গৃহকর্তা মো. মিজান পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এমএএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান