ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বাস, নিহত ২

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৩১ অক্টোবর ২০২১

নীলফামারীর সৈয়দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) বিকেল সাদে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর সড়কের নিয়ামতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৪০)। তিনি মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক। অপরজন দিনাজপুরের কাহারোল উপজেলার মল্লিকপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মঞ্জুর আলী (৫৯)।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ফাহিম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো জ-১৪-০১৯৪) নিয়ন্ত্রণ হারিয়ে তৌহিদুল ইসলামকে চাপা দিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে বাস যাত্রী মঞ্জুর আলী মারা যান।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) খায়রুল আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরএইচ/আরএইচ/জিকেএস