সান্তাহারে দুইদিনে দুই মরদেহ উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে দুইদিনে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সান্তাহার জংশন স্টেশনের প্লাটফরম থেকে উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে সোমবার বেলা ১১টায় উদ্ধার হওয়া মরদেহটি দাফন করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকা থেকে লেপ-কাঁথা মুড়ি দেওয়া অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এদিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৩৮) এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
শফিউল আযম আরও বলেন, পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপের মাধ্যমে সিআইডি এবং পিবিআই কাজ করছেন। এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরএইচ/এমএস