গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, শ্রীপুরের ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মেকানিক মো. আব্দুল্লাহ আল মামুন (৪৫) আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পৌর এলাকায় চন্নাপাড়া গ্রামে ভাড়া থাকতেন।
এদিকে, টঙ্গী থানার এসআই আতাউর রহমান জানান, গাজীপুর মহানগরের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিকেল ৪টার দিকে একই মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের চাপায় দেলোয়ার হোসেন ব্যাপারীর (৫২) মৃত্যু হয়।
তিনি শরিয়তপুরের ভোদরগঞ্জ উপজেলার মতিউর রহমান ব্যাপারীর ছেলে। এ ঘটনায় চালক রাসেলকে আটক করেছে পুলিশ।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ