ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আটক ১৪ জন কারাগারে

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০২ নভেম্বর ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ১৪ জনকে কারাগারে পাঠিয়ে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে পৌরসভার ইসহাকপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও সুরুজ আলীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দীর্ঘদিন করে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন। আহত নোমান আহমদ (২৪) ও আব্দুস সালামকে (৪৫) সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার বলেন, এ ঘটনায় রাতে উভয়পক্ষের ১৪ জনকে রাতে আটক করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. এ টি এম শাফায়াত সামস্ রকি জানান, মারামারির ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রে ছয়জন রোগী এসেছিলেন। এর মধ্যে দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৪ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ