ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হুট করে ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ মানুষ

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ১১:১২ এএম, ০৫ নভেম্বর ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে চলছে দুইদিন ব্যাপী পরিবহণ ধর্মঘট। আর সাধারণ যাত্রীরা এই ধর্মঘটের কথা না জেনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছেন। কিন্তু সড়কে কোনো গণপরিবহন না পেয়ে পড়েছেন চরম ভোগান্তিতে।

শুক্রবার (৫ নভেম্বর) সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, সাধারণ যাত্রীরা তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড এলাকায় টিকিট করতে এসে দেখেন কাউন্টার বন্ধ, বাস চলছে না। হুট করে দেওয়া এমন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে সিএনজি অটোরিকশার চালকরা। যে জায়গার ভাড়া সাধারণ সময়ে ৯০ টাকা ছিল সেই জায়গায় আজ তারা ২৫০ থেকে শুরু করে ৩০০ টাকা চাচ্ছেন। তাই সাধারণ যাত্রীদের দাবি, দ্রুত যাতে এই ধর্মঘট প্রত্যাহার করে তাদের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয়।

তাহিরপুর উপজেলার বাসিন্দা মনোহর আলী জাগো নিউজকে বলেন, এটা কী কোনো কথা, হুট করে এমন ধর্মঘটে আমাদের সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। সরকারের কাছে জোর দাবি, দ্রুত যাতে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

jagonews24

বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা ফেরিওয়ালা রফিক মিয়া বলেন, সামান্য বিষয় নিয়ে ধর্মঘট না দিয়ে সেটা নিয়ে কি আলোচনা করা যায় না? ধর্মঘটে আমাদের গরিবদের কতটুকু কষ্টতে পড়তে হয় সেটা একমাত্র আমরা গরিবরা জানি। আজকে যদি আমি কাপড় নিয়ে গিয়ে সিলেট বিক্রি না করতে পারি তাহলে আজকে আমার পরিবার না খেয়ে থাকবে। সরকারের কাছে অনুরোধ এই ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিন।

সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা কবির মিয়া জাগো নিউজকে বলেন, সরকার যদি পরিবহণ শ্রমিকদের মতামত নিয়ে তাদের সঙ্গে বৈঠক করে ডিজেলের দাম বৃদ্ধি করতো তাহলে হয়তো আজকে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না।

সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা সুবাশ তালুকদার বলেন, বিশেষ কাজে সিলেটে যাওয়ার কথা কিন্তু বাস ধর্মঘটের কারণে দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

jagonews24

তাহিরপুর উপজেলার বাসিন্দা আলী আহমদ জাগো নিউজকে বলেন, আমার মেয়ের বিয়ে সিলেটে দিয়েছি। কাল রাতে ফোন এলো মেয়ের শরীর খুব খারাপ। তাই পরিবারকে নিয়ে মেয়েকে দেখতে সিলেট যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু বাসস্ট্যান্ড এসে দেখি ধর্মঘট। এখন দ্বিগুণ ভাড়া দিয়ে বাসস্ট্যান্ড থেকে সিএনজি করে সিলেটে যাচ্ছি।

পলাশ ইউনিয়নের বাসিন্দা সেলিম মিয়া বলেন, কী দেশে বাস করি, ধর্মঘটের কারণে ৯০ টাকার ভাড়ায় ৩০০ টাকা দিয়ে গন্তব্য স্থানে যেতে হচ্ছে।

জানতে চাইলে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে এই কর্মসূচি দেওয়া হয়েছে। ধর্মঘট বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, সোমবার সভা রয়েছে। সে সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

লিপসন আহমেদ/এমআরআর