ভোমরা বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও চলছে না ট্রাক
ফাইল ছবি
দেশব্যাপী পরিবহন ধর্মঘটের মধ্যেও স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম।
শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে। এছাড়া বন্দরে আগে থেকে অবস্থানরত রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে যাচ্ছে। বন্দর এলাকায় ভেতরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড হলেও দূরপাল্লার কোনো পরিবহন এখনো বন্দর ছেড়ে যায়নি।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক বন্দরে প্রবেশ করেছে। দুপুর ১২টায় ভারতীয় ট্রাক থেকে মালামাল নেওয়া হচ্ছে। তবে দূরপাল্লার পণ্যবাহী কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি। যদি দ্রুত সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহার না হয় তাহলে আমদানি করা পেঁয়াজ, আদা, ফলসহ অনেক কাঁচামাল নষ্ট হয়ে যাবে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জাগো নিউজকে বলেন, কার্যক্রম স্বাভাবিক। তবে কোনো পণ্য নিয়ে ট্রাক বন্দর ছাড়ছে না। ফলে আমদানি করা ফলসহ বিভিন্ন কাঁচামাল নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছে। কাঁচামাল সময় মতো বাজারে পৌঁছানো না গেলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
সাতক্ষীরা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম শাহীন জাগো নিউজকে জানান, মালিক-শ্রমিক মিলে ধর্মঘট করা হচ্ছে। বন্দরে থাকা অনেক ট্রাক লোড হয়েছে। তবে কোনো ট্রাক সাতক্ষীরা থেকে অন্য জেলায় যাবে না। রোববার বিআরটিএর সঙ্গে সভার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
আহসানুর রহমান রাজীব/এএইচ/জেআইএম