ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর কর্মী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৬ নভেম্বর ২০২১

নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মো. সোহাগ (২২) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া মধ্যবাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহাগ বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। তাকে নোয়াখালীতে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পদিপাড়া বাজারের হোটেলে খাচ্ছিলেন সোহাগ। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে সোহাগের দুই পায়ে গুলি ও হাতে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে।

পুলিশ সূত্রে জানা যায়, আহত সোহাগ একসময় জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেড় বছর আগে তিনি যুবলীগে যোগ দেন। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোরশেদ আলম এবং মেম্বার প্রার্থী অজি উল্লাহর পক্ষে কাজ করছেন।

আগামী ১১ নভেম্বর ওই উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এএসএম