ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বালতির পানিতে খেলতে গিয়ে প্রাণ গেলো যমজ দুই বোনের

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৭ নভেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে পড়ে তিন বছর বয়সী যমজ দুই বোন নিহত হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবা ও সাহারা ওই গ্রামের এমদাদের সন্তান।

নিহতের বাবা বলেন, সকাল ৯টার দিকে বাড়ির বাইরে কাজ করছিলাম। এ সময় টয়লেটে থাকা বালতি ভর্তি পানি নিয়ে খেলছিল আমার দুই মেয়ে। হঠাৎ তারা বালতির মধ্যে পড়ে যায়। তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোহান মাহমুদ/ইউএইচ/এমএস