ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেন থেকে চালের বস্তা নিয়ে পালানোর সময় গ্রেফতার চোর

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৮ নভেম্বর ২০২১

বগুড়ার সান্তাহারে যাত্রীবাহী ট্রেনের একটি বগি থেকে চালের বস্তা চুরি করে পালানোর সময় তপু সেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে সান্তাহার স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তপু সেখ সিরাজগঞ্জ জেলা সদরের রহমাতগঞ্জ এলাকার আমির হোসেনের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জাগো নিউজকে বলেন, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার স্টেশনে থামার পর ট্রেনের মধ্যে থেকে একজন যাত্রীর ৫০ কেজি ওজনের একটি চালের বস্তা চুরি হয়ে যায়। এ সংবাদ পেয়ে পুলিশ প্ল্যাটফর্মে অভিযান শুরু করে। পরে তপু সেখ নামের ওই চোরকে আটক ও চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

এসজে/এমএস