নির্বাচন থেকে সরে যেতে হুমকি, মেম্বার প্রার্থীর আত্মহত্যার চেষ্টা
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. গিয়াস উদ্দিনের লোকজন হুমকি দেওয়ায় মো. মিলন চৌধুরী নামে আরেক প্রার্থী কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রার্থী মিলন চৌধুরীর ছেলে ইমরান হোসেন অপি জাগো নিউজকে জানান, ১১ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে তার বাবা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন। সোমবার বিকেল ৪টার দিকে তার বাবার বিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন তাদের বাড়িতে মো. সাত্তার ও মো. বশির নামে দুইজনকে পাঠান। তারা বাড়িতে এসে তার বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। এ সময় তাকে ভয়ভীতি দেখান।
তিনি আরও জানান, তাদের হুমকিতে অভিমান করে তার বাবা ঘরের দরজা বন্ধ করে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তারা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। তার ফোনও বন্ধ পাওয়া যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান খবর পেয়ে পরির্দশনে গিয়েছেন। কিন্তু কোন লিখিত অভিযোগ এখনো পাননি বলে জানান।
জুয়েল সাহা বিকাশ/এমএইচআর