নোয়াখালীতে নির্বাচনী অফিস ভাঙচুর, আহত ৫
নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিপক্ষের হামলায় মেম্বার প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় প্রার্থীর ছেলে-ভাইসহ পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাসানহাট পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রার্থীর ছেলে অলেন (১৬), ভাই আবদুল মন্নান (৫৫), মো. রাসেল (৩৫), সাইফুল (৩৭), আজিম (৪৫)। এদের মধ্যে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেম্বারপ্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করেন, প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণায় মাঠে ছিলেন তিনি। সকালে নির্বাচনী অফিসে তার ভাই, ছেলেসহ ছয় সাতজন বসেছিলেন। হঠাৎ প্রতিপক্ষ প্রার্থী মোয়াজ্জেম হোসেন সোহাগের লোকজন মিছিল নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। তারা পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে আমার ছেলে, ভাই ও কর্মীদের ওপর হামলা চালায়।
এদিকে আহত আজিম উদ্দিন অভিযোগ করেন, একই সময় সন্ত্রাসীরা তার দোকানেও হামলা করেছে। এতে ভাঙচুর ও লুটপাট করে অন্তত পাঁচলাখ টাকার ক্ষতি করেছে।
এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য পদপ্রার্থী মোয়াজ্জেন হোসেনকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বেগমগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। দুই প্রার্থীই পাল্টা পাল্টি মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর