আগেই নিতো অতিরিক্ত ভাড়া, এখন বাড়লো আরও
জামালপুর থেকে ঢাকার দূরত্ব ১৭০ কিলোমিটার। এই দূরত্বে আগে থেকেই জনপ্রতি বাসভাড়া নেওয়া হতো ৩০০ টাকা। যা ছিল সরকার নির্ধারিত ভাড়া থেকে প্রায় ৫০ টাকা বেশি।
রোববার (৭ নভেম্বর) বাসভাড়া পুনর্নির্ধারণ করার পর, এখন জামালপুর থেকে ঢাকা যেতে ভাড়া নেওয়া হচ্ছে ৩২৪-৩৫০ টাকা। এমন অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
ঢাকাগামী যাত্রীরা জানালেন, আমাদের অজ্ঞতার কারণে আগে থেকেই ৩০০ টাকা করে ভাড়া নেওয়া হতো। যেখানে ঢাকার ভাড়া কিলোমিটার প্রতি হিসেব করলে হওয়ার কথা ছিল ২৪১ টাকার মতো। কিন্তু এখন নতুন করে ৩৫০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। আগে থেকেই যাত্রীদের নিকট থেকে তারা বাড়তি ভাড়া আদায় করে আসছে।
কথা হয় জামালপুর থেকে সৈয়দপুরগামী মো. আলাউদ্দিন নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, এখানে সৈয়দপুর যাওয়ার দুটি বাস কাউন্টার রয়েছে। আগে সৈয়দপুরে যেতাম ৫০০-৬০০ টাকায়। এখন চাচ্ছে ৭০০ টাকা। কি করবো বেশি ভাড়া দিয়েই যেতে হবে।
তবে যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। খাদিজা ট্রাভেলসের স্টাফ মো. বিল্লাল হোসেন বলেন, আগে ঢাকা যেতে জনপ্রতি ভাড়া নিতাম ৩০০ টাকা। কিন্তু এখন নতুনভাবে ৩৮ পয়সা বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হলেও যাত্রীরা আগের ভাড়া দিতে চায়। তাই যার কাছ থেকে যা পারছেন তাই নিচ্ছেন বলে জানালেন খাদিজা ট্রাভেলসের এই স্টাফ।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মুঠোফোনে জাগো নিউজকে বলেন, আমরা ভাড়া বাড়ানোর পক্ষে ছিলাম না। কারণ আমরা আগে যে ভাড়া নিতাম এখনও তাই নিচ্ছি।
এদিকে নতুন করে নির্ধারিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। তাতে দেখা যাচ্ছে, দূরপাল্লার একজন যাত্রীকে প্রতি পাঁচ কিলোমিটারে ১ টাকা ৯০ পয়সা বেশি ভাড়া দিতে হবে।
এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটি বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। এতে কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। ফলে মহানগর এলাকায় একজন বাসযাত্রীকে পাঁচ কিলোমিটার ভ্রমণের জন্য বাড়তি ২ টাকা ২৫ পয়সা গুনতে হবে।
এছাড়া মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। এতে ভাড়া বেড়েছে কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা। ফলে মহানগর এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া পাঁচ কিলোমিটারে ২ টাকা ২৫ পয়সা বাড়লো।
মো. নাসিম উদ্দিন/জেডএইচ/এমএস