ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় দুই ওসির নম্বর ক্লোন করে প্রার্থীর কাছে অর্থ দাবি

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১০ নভেম্বর ২০২১

বগুড়ার শিবগঞ্জ ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবির অভিযোগ উঠেছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ সম্পর্কিত একটি সতর্কবার্তা দেওয়া হয়।

পুলিশ জানায়, ১১ নভেম্বর বগুড়ার শেরপুর ও শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সুবিধা দেওয়ার কথা বলেন প্রতারক চক্র দুই থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের ফোন দেয়। পরে প্রার্থীরা দুই থানায় বিষয়টি জানালে সতর্ক করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিবগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শান্তুর (আনারস) কাছে আমার নম্বর থেকে নির্বাচনে সুবিধা দেওয়ার কথা বলে টাকা দাবি করা হয়। বিষয়টি শোনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জাগো নিউজকে বলেন, শেরপুর ও শিবগঞ্জ থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে বৃহস্পতিবারের ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীকে সুবিধা দেওয়ার কথা বলে অর্থ চাওয়া হয়েছে। বিষয়টি কারা ঘটিয়েছে তাদের শনাক্তে আমাদের কাজ চলছে।

এসজে/এএসএম