বগুড়ায় সুস্থ হতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ছবি
বগুড়ার ধুনটে গলায় ফাঁস দিয়ে হামিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ। মৃত হামিদা খাতুন উপজেলার বিলকাজুলী গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হামিদা খাতুন দুই সন্তানের জননী। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারেননি স্বামী।
বুধবার দুপুরের দিকে বাড়ির অন্য সদস্যরা কাজের জন্য বাইরে যান। এ সময় হামিদা খাতুন ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বামীর পরিবার বাড়িতে ফিরে এসে হামিদার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র পর্যালোচনা করে দেখা গেছে হামিদা খাতুন মানসিক রোগী ছিলেন। এছাড়া মৃতের স্বজনদের কোনো অভিযোগ নেই। প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে হামিদার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম