কেন্দ্রে নৌকার প্রার্থীকে পেটালেন স্বতন্ত্রের কর্মীরা
সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়নে নৌকা প্রতীক ও মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
এছাড়া বৈকারী ইউনিয়নের কাথন্ডা জলিল মেম্বারের বাড়ির সামনে দুই ইউপি সদস্য প্রার্থীর মাঝে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈকারী ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার পোলিং এজেন্ট বের করে দেওয়ার চেষ্টাকালে দুপক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জাগো নিউজকে জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি।
আহসান রাজীব/এফএ/জিকেএস