ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জয়ী হলেই মোরগ জবাই!

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১১ নভেম্বর ২০২১

নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. মনজু মিয়া। এরই মধ্যে সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে জয়ী হলে নিজের নির্বাচনী প্রতীক মোরগ জবাইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।

দেশের অন্যান্য জেলার ন্যায় নেত্রকোনায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সরেজমিন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট চলাকালীন এলাকায় নিজের সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী মনজু মিয়া। তবে তাকে নির্ভার মনে হয়েছে। চিন্তার কোনো ছাপ নেই তার চোখেমুখে। এমন পরিস্থিতি দেখে জানতে চাওয়া হয়, নির্বাচনে ভোট চলাকালীন একজন প্রার্থী হয়ে কিভাবে তিনি এতোটা চিন্তা মুক্ত? জবাবে মেম্বার প্রার্থী মনজু মিয়া জাগো নিউজকে বলেন, এখানে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন তারা বেশ নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। নিজের নির্বাচনী প্রতীক মোরগে জয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত।

নির্বাচনে প্রতীক মোরগ তাই একটি সুন্দর দেশি মোরগ নিয়ে এলাকা মাতাচ্ছেন এই প্রার্থী। মোরগটিকে সঙ্গে নিয়েই তিনি বলেন, ভোটে পাস করলেই মোরগের জীবন শেষ। কারণ পাস করলেই মানুষকে খাওয়ানোর জন্য মোরগটিকে জবাই করা হবে।

এইচ এম কামাল/এসআর/এএসএম