ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সব ব্যালটে নৌকার সিল মারার খবরে প্রার্থীর ওপর হামলা

জেলা প্রতিনিধি | জামালপুুর | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১১ নভেম্বর ২০২১

জামালপুরের সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে কেন্দ্রে ভোটারদের হাতে লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বদরুল হাসান বিদ্যুত। নৌকায় সিল মেরে সব ভোট নিয়ে যাচ্ছেন, এমন খবরে ভোটাররা তাকে লাঞ্ছিত করেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন ভোটাররা। দুপুর গড়িয়ে যাওয়ার পরপরই নৌকার মনোনীত প্রার্থী মো. বদরুল হাসান বিদ্যুত তার কর্মী-সমর্থকদের নিয়ে মহড়া দিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এসময় কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে চারদিকে খবর ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের প্রার্থী নৌকায় সিল মেরে সব ভোট নিয়ে যাচ্ছেন। এ খবরে স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হক বাবুর লোকজন নৌকার প্রার্থী মো. বদরুল হাসান বিদ্যুত ও তার লোকদের ঘিরে ফেলেন এবং বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। এসময় প্রার্থী বদরুল হাসান বিদ্যুতসহ কয়েকজন আহত হন।

jagonews24

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় প্রিসাইডিং কর্মকর্তা আছাদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। পরে তিনি ভোট স্থগিত করে পুলিশ পাহারায় চলে যান।

অভিযোগ অস্বীকার করে বদরুল হাসান বিদ্যুত মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক বাবু বিএনপি-জামায়াতের এজেন্ট। তাদের লোকজন সিল মেরে ভোট নিয়ে যাচ্ছে—এ খবর পেয়ে আমি কেন্দ্রে গেলে তার লোকজন আমাকে লাঞ্চিত করেন।

স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হক বাবু বলেন, দুপুরের কিছুক্ষণ পর হঠাৎ বিদ্যুতসহ তার লোকজন কেন্দ্রে এসে প্রকাশ্যে নৌকার সিল মারতে গেলে মেম্বার প্রার্থীদের লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাদের হাতে তিনি লাঞ্ছিত হতে পারেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জাগো নিউজকে বলেন, দিনের মধ্যবর্তী সময়ে কিছু দুর্বৃত্ত কেন্দ্রে প্রবেশ করে আটটি বুথের চারটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিসাইডিং কর্মকর্তা বাধা দেন। এসময় তাকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। পরে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

নাসিম উদ্দিন/এসআর