ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জের চার ইউনিয়নের তিনটিতেই নৌকার জয়

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৯:১৫ এএম, ১২ নভেম্বর ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে পাঁচটির মধ্যে চারটি ইউপির ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল ইসলাম মোবারুল, শিবপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নলিউর রহমান তালুকদার, বদলপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সুশেনজিৎ চৌধুরী ও কাকাইলছেও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিজবাহ উদ্দিন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

তবে জলসুখা ইউনিয়নে সংঘর্ষ হওয়ায় একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএসআর/জিকেএস