ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে নৌকার ভরাডুবি

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০২১

নীলফামারী সদর উপজেলা নৌকার ভরাডুবি হয়েছে। ১১ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার ২ প্রার্থী জয়ী হয়েছেন। বাকি ৯ ইউপিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ জামান বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংগলশীতে কাজী মোস্তাফিজুর রহমান, গোড়গ্রামে মাহাবুব জর্জ নির্বাচিত হয়েছেন।

এছাড়া লক্ষ্মীচাপে আমিনুর রহমান (আনারস), পলাশবাড়ীতে ইব্রাহিম তালুকদার (আনারস), কচুকাটায় আব্দুর রউফ (চশমা), রামনগরে ওবায়দুল ইসলাম (মোটরসাইকেল), পঞ্চপুকুরে ওহেদুল ইসলাম (ঘোড়া), সোনারায়ে নুরুল ইসলাম (আনারস), চাপড়া সরজামীতে জাহাঙ্গীর আলম লালন ফকির (চশমা), চড়াইখোলায় মাসুম রেজা (মোটরসাইকেল), চওড়া বটগাছায় আবুল খায়ের বিটুল (চশমা) নির্বাচিত হয়েছেন।

নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ জামান জানান, সারাদিনে ভোটদের ভালো উপস্থিতি ছিল। কোথায় সংঘর্ষে খবর পাওয়া যায়নি। সুষ্ঠ নির্বাচন হয়েছে।

এএইচ/এএসএম