ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর প্রক্রিয়া চলছে: সুজন

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১২ নভেম্বর ২০২১

জনগণের দাবির প্রেক্ষিতে বুড়িমারী-ঢাকাগামী তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট বিভাগীয় রেলস্টশনে যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ১৪ স্টেশনে দ্বিতল ভবন নির্মাণ ও স্টেশনকে আধুনিকায়নের কাজ চলছে। একটি স্টেশনকে ঘিরে ওই অঞ্চলের অর্থনীতি গড়ে উঠে। তাই রেলকে ঢেলে সাজাতে ত্রিমুখী ব্যবস্থাকে একমুখীতে (ব্রড গেজ রেল লাইনে) রূপান্তর করা হবে।

রেল পশ্চিমাঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে এ সময় সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, রেলের মহাপরিচালক ডি এন মজুমদার, রেল সচিব সেলিম রেজা, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রবিউল হাসান/এএইচ/এএসএম