ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই বন্ধু মিলে পোশাককর্মীকে ধর্ষণ, একজন গ্রেফতার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৪ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ দানিয়াল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ নভেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দানিয়াল একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাজ শেষে ওই পোশাককর্মী তার সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে দানিয়াল ও তার আরেক বন্ধু তাদের পথরোধ করে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে নিজেদের ইজিবাইকে তুলে তরুণীকে গ্যারেজে নিয়ে দানিয়াল প্রথমে ধর্ষণ করে। পরে দানিয়ালের আরেক বন্ধু তরুণীকে ধর্ষণ করে।

এভাবে সারারাত তরুণীকে দুই বন্ধু মিলে ধর্ষণ শেষে সকালে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। ঘটনাস্থল থেকে তরুণী ছাড়া পেয়ে তার কারখানার মালিকসহ স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় অভিযোগ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুই বন্ধুর মধ্যে দানিয়ালকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শ্রাবণ/বিএ/এমএস