দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সাগর (১৮) ও আশিক (২০) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর উপজেলার চামরুল ইউপির কোলগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং আশিক একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদর থেকে ভ্যানে যাত্রী নিয়ে কোলগ্রামের দিকে যাচ্ছিলেন আশিক। তারা উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় পৌঁছলে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ভ্যানচালক আশিক, দশম শ্রেণির শিক্ষার্থী সাগর, উচ্চ মাধ্যমিক পড়ুয়া শ্রাবণ ও মোস্তফা কামাল নামের এক যাত্রী গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগর ও আশিক মারা যান।
আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম