বোনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তরুণীর
ফাইল ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে তালাতো বোনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সালমা আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এসময় তালাতো বোন পাখি আক্তারও গুরুতর আহত হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঘা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা আক্তার কমলনগরের সাহাব উদ্দিনের মেয়ে।
স্বজনরা জানায়, বিকেলে নারিকেল পাতা সরাতে ঘরের চালে ওঠে সালমার তালাতো বোন পাখি আক্তার। ওই সময় সে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। চিৎকার শুনে পাখিকে বাঁচাতে সালমা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এঘটনায় আহত হয় পাখি আক্তার। পরে স্থানীয়রা পাখিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাজল কায়েস/এএএইচ