ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক থেকে উদ্ধার হলো ৪শ কেজি জাটকা

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৫ নভেম্বর ২০২১

ভোলায় একটি মাছবাহী ট্রাক থেকে ১০ মণ অথাৎ ৪শ কেজি জাটক জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রোববার (১৪ নভেম্বর) রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার খন্দকার শাফকাত হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার খেয়াঘাট এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ওই এলাকা দিয়ে ভেদুরিয়াগামী একটি মাছবাহী ট্রাকে তল্লাশি করে ৪শ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম