ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৫ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে র‌্যাব । রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

সোমবার (১৫ নভেম্বর ) দুপুরে র‌্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী রোজী আক্তার (৩৫) এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার আনন্দপুর এলাকার কাজী শাহ আলমের স্ত্রী হাসি আক্তার খুশী (২৭) ।

তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় গাঁজা কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস কে শাওন/এসআর/এএসএম