অলওয়েদার সড়কে ইটনা গেলেন রাষ্ট্রপতি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে ইটনায় গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে অলওয়েদার সড়ক দিয়ে তিনি ইটনায় যান। স্থানীয় ডাকবাংলো মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
সেখান থেকে তিনি ইটনা উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড, নির্মাণাধীন বিদ্যুৎ স্টেশন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের সম্প্রসারিত ভবন ও আশ্রয়কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সচিব এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইটনা যাওয়ার আগে রাষ্ট্রপতি মিঠামইনে পুরাতন কাচারিঘর পরিদর্শন করেন।
সাতদিনের সরকারি সফরে রাষ্ট্রপতি বর্তমানে তার নিজের জেলা কিশোরগঞ্জে অবস্থান করছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ সদরে যাবেন। সেখানে নিজ বাসায় রাতযাপন করবেন। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় লোকজনদের সঙ্গে তিনি মতবিনিময় সভায় মিলিত হবেন। শুক্রবার (১৮ নভেম্বর) তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
নূর মোহাম্মদ/এসজে/এএসএম