ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে পুলিশের পোস্ট, মায়ের কোলে নিখোঁজ শিশু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৬ নভেম্বর ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর নিখোঁজ প্রতিবন্ধী শিশু মায়াকে (৯) খুঁজে পেয়েছেন মা নাজমা বেগম।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কাছ থেকে শিশু মায়াকে বুঝে নেন তিনি। পুলিশের এ মানবিক কাজকে বাহবা দিয়েছেন স্থানীয়রা।

মায়া ঢাকার খিলক্ষেত মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রব রাড়ির মেয়ে।

নিখোঁজ শিশুকে পেয়ে নাজমা বেগম বলেন, প্রতিবন্ধী মেয়েটি কীভাবে এখানে আসলো কিছুই বুঝতে পারছিনা। পুলিশের কারণে আমার মেয়েকে ফিরে পেয়েছি। এজন্য পুলিশকে ধন্যবাদ। তাদের কারণে একজন মা তার আদরের সন্তানকে ফেরত পেয়েছে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, ১৫ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে পূর্বাচল উপশহর এলাকায় টহল দিচ্ছিলাম। এসময় একটি শিশুর কান্না শুনতে পাই। পরে তার কাছে গিয়ে বুঝতে পারলাম শিশুটি হারিয়ে গেছে। তবে কথা বলতে পারছিল না। যার ফলে ঠিকানাও বলতে পারছিল না সে।

এরপর রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের নির্দেশে আমার ফেসবুকে শিশুটির ছবি দিয়ে নিখোঁজের একটি পোস্ট দেই।

তিনি আরও বলেন, ওই স্ট্যাটাস দেওয়ার পর মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানা পুলিশের সঙ্গে মা নাজমা বেগম যোগাযোগ করেন। দুপুরে থানায় এসে নাজমা বেগম মেয়েকে নিয়ে যান।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস