ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিক কাউন্সিলর সাদরিল জামিনে মুক্ত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৬ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্ত হন।

এর আগে আজ দুপুরের দিকে উচ্চ আদালত থেকে জামিন পান মোহাম্মদ সাদরিল।

জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, জামিনের পাশাপাশি আদালতে রিট করা হয়েছিল যেন কোনো পেন্ডিং মামলায় সিটি করপোরেশন নির্বাচনের আগে তাকে হয়রানি করা না হয়। আদালত রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগে কোনো পেন্ডিং মামলায় তাকে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন।

হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় করা মামলায় গত ২৫ অক্টোবর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় নিজ কার্যালয় থেকে সাদরিলকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এস কে শাওন/এসআর/এএসএম