বিদ্রোহী প্রার্থী হওয়ায় নীলফামারীতে ৫ যুবলীগ নেতা বহিষ্কার
নীলফামারীতে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার পাঁচ যুবলীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন- জলঢাকা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির খান, উপজেলা কমিটির সদস্য সাদেকুল সিদ্দিকী সাদেক, কাঠাঁলি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক লালবাবু রায় নির্মল এবং কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য রোকনুজ্জামান মিতু ও বড়ভিটা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জগলুল হায়দার।
শাহিদ মাহমুদ আরও জানান, গত ১৩ নভেম্বর জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীরা বিদ্রোহীদের বহিষ্কারে মত দেন। এরপরও আমরা কেন্দ্র এবং জেলা হতে বিদ্রোহীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাই। কিন্তু তারা সরে আসেনি। ফলে বাধ্য হয়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি