নিজ গ্রামে সম্মাননা পেলেন সাংবাদিক ছামির মাহমুদ
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ছামির মাহমুদ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমানসহ পাঁচজনকে নিজ গ্রামে সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত ক্রিয়েটিভ অ্যাকশন ট্রাস্ট ইউকে মইজপুরের উদ্যোগে মইজপুর গ্রামে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন ক্রিয়েটিভ অ্যাকশন ট্রাস্ট ইউকে মইজপুরের ট্রাস্টি সিরাজ মিয়া ও গুলবাহার বেগম। যুক্তরাজ্য থেকে সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ট্রাস্টের চেয়ারম্যান ছদরুল হক, ভাইস চেয়ারম্যান কদ্দুছ মিয়া, সেক্রেটারি আফরোজ আলী, ট্রাস্টি আবদুস সালেহ, ট্রাস্টি তরাজ মিয়া, ট্রাস্টি আবদুল হান্নান, ট্রাস্টি আনোয়ার হোসেন ও ট্রাস্টি মতছির আলী।
গ্রামের প্রবীণ মুরব্বি আবদুল খালিকের সভাপতিত্বে ও যুবনেতা কয়ছর মিয়ার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- শাহ আবদুন নুর, মাওলানা ফখরুদ্দিন প্রমুখ।
এতে আনুষ্ঠানিকভাবে ছামির মাহমুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও অ্যাডভোকেট মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মো. ছমরু মিয়া, গ্রামের সালিশ ব্যক্তিত্ব প্রবীণ মুরব্বি সোনাহর আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. এরফান আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় প্রবীণ মুরব্বিদের এবং গ্রামের জামে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, কোরআনে হাফেজদের মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে উন্নতমানের পাঞ্জাবি ও শাল উপহার দেওয়া হয়। পাশাপাশি গ্রামের প্রবীণ নারীদের ঘরে ঘরে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল পৌঁছে দেওয়া হয়। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মইজপুর গ্রামের সন্তান ছামির মাহমুদ সভায় বলেন, যে গ্রামের জলকাদায় বেড়ে উঠেছি, সেই গ্রামবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে দেওয়া এ সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। যা স্মরণীয় হয়ে থাকবে। এরকম আয়োজন আমাকে পেশাগত দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে। ক্রিয়েটিভ অ্যাকশন ট্রাস্ট ইউকে মইজপুরের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
লিপসন আহমেদ/এমকেআর/জিকেএস