ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিষ্ক্রিয় করা হলো বগুড়ার গোকুলে উদ্ধার আট ককটেল

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৯ নভেম্বর ২০২১

বগুড়ার গোকুল ইউনিয়নের উত্তরপাড়া থেকে উদ্ধার ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের পরিদর্শক আবুল বাসারের নেতৃত্বে আসা দলটি ককটেল উদ্ধারের জায়গার পাশের একটি আলুক্ষেতে দুই দফায় আটটি ককটেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

পরিদর্শক আবুল বাসার বলেন, ব্যাগের ভেতরে শক্তিশালী আটটি বিস্ফোরক ছিল। সেগুলো উদ্ধার করে পাশের মাঠে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

jagonews24

এর আগে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে বগুড়া সদর থানার গোকুল ইউনিয়নের উত্তরপাড়ার একটি বাড়ির পেছনে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলোর সন্ধান পায় পুলিশ। তখন থেকেই সদর থানা পুলিশের দল স্থানটি ঘিরে রেখেছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ককটেলগুলো প্রচন্ড শক্তিশালী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো সামনের ইউপি নির্বাচনে সহিংসতার কাজে ব্যবহৃত হতো। জানার চেষ্টা করছি, কে বা কারা এই কাজটি করেছে। জড়িতদের শিগগির আইনের আওতায় আনা হবে।

ইউএইচ/এএসএম