ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ইব্রাহিম অপু
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার এলাকায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম অপু (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
এ ঘটনায় ফাহিম (১৭) নামে তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর জেলার শহরের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুর ইউনিয়নের বাংলাবাজার-বসুরহাট সড়কের থানারহাট নামক স্থানে নসিমনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একাডেমি বাজার সংলগ্ন খালেক মুন্সি বাড়ির প্রবাসী বেলাল হোসেনের ছেলে। আর আহত ফাহিম চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল আজিজ ঘাটমাঝি বাড়ির ওমর ফারুকের ছেলে। তার অবস্থাও আশঙ্কাজনক।
চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জামাল উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত ইব্রাহিম অপু চরকাঁকড়া একাডেমি হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাবা বেলাল হোসেন ফ্রান্স প্রবাসী। অপুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুছাপুর বাংলা বাজারের দিক থেকে বেপরোয়া গতির মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে অপুর মৃত্যু হয়। আহত ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আহাদ জাগো নিউজকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর