শ্মশানঘাটের গাছে ঝুলছিল যুবকের মরদেহ
বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাদলা চাঁচাইতারার শ্মশানঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খড় সংগ্রহ করতে যান এক নারী। এ সময় শ্মশানঘাটের ছোট একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো প্যান্ট ও টি-সার্ট পরিহিত এক যুবকের নিথর দেহ ঝুলতে দেখেন তিনি। খবর পেয়ে মরদেহ দেখতে ভিড় জমান আশপাশের কয়েকশ নারী-পুরুষ। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, নিহত ব্যক্তিটি অপরিচিত। তাকে ওই এলাকায় আগে কখনো দেখা যায়নি। শ্মশানঘাটে বসার জয়াগায় মাদকের আলামত ও রক্ত লেগে থাকতে দেখা গেছে। আরেক পাশে জামাকাপড় ও জুতা-মোজা পড়েছিল।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহের প্যান্টের পকেটে থাকা ওয়ালেট থেকে ১৯ নভেম্বর তারিখের শ্যামলী এনআর ট্রাভেলস নামে বাসের একটি টিকিট পাওয়া গেছে। ওই সূত্র ধরে মরদেহের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।
এসজে/জেআইএম