ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় কবিতা উৎসব অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ১০:২০ এএম, ২১ নভেম্বর ২০২১

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে শহরের পৌর শিশুপার্কে এ উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালা, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো’ স্লোগানে কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

jagonews24

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক কবি আবদুর রশীদ চৌধুরী, কবি আল কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব কবি কাজী আক্তার হোসেন, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ও কবি লিটন আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কবিতা উৎসবকে ঘিরে যেনো কবিদের মিলনমেলায় পরিণত হয় কুমারখালী শহর। নানা আয়োজনের ফাঁকে চলতে থাকে কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর।

আল মামুন সাগর/ইউএইচ/এমএস