নির্বাচনে ‘নাশকতার উদ্দেশ্যে’ খড়ের নিচে রাখা ছিল ককটেল-রামদা
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৩টি ককটেল, একটি রামদা ও চারটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ নভেম্বর) সকালে ইউনিয়নের রাজারচর দোহাই শিকদারের নামের এক ব্যক্তির বাড়ির পাশে ফাঁকা জায়গায় খড়ের নিচ থেকে এসব উদ্ধার করা হয়। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাশকতার জন্য কোনো পক্ষ এসব মজুত করে রেখেছিল বলে ধারণা পুলিশের।

সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এসব রামদা, ককটেল উদ্ধার করা হয়। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে হয়তো কেউ এসব বিস্ফোরক ও সরঞ্জাম মজুত করে রেখেছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে।

আগামী ২৯ নভেম্বর তৃতীয় ধাপে মুন্সিগঞ্জ সদরের ৯টি ও টঙ্গীবাড়ী উপজেলায় ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে একদিকে যেমন প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে নির্বাচনী আমেজ, অন্যদিকে সদর উপজেলার চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে দফায় দফায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস