আলিম পরীক্ষা দেওয়া হলো না আলমগীরের
ফাইল ছবি
মেহেরপুর পাবলিক লাইব্রেরির সামনে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর হোসেন (২১) নার এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া হাটপাড়ার তৌফিক এলাহির ছেলে। তিনি মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদরাসা থেকে আসন্ন আলিম পরীক্ষার্থী ছিলেন।
নিহত আলমগীরের বন্ধু রাকিবুল ইসলাম জানান, তারা মেহেরপুর শহরের কোর্ট মোড় থেকে মোটরসাইকেলযোগে হোটেল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাবলিক লাইব্রেরি মোড়ে স্পিড ব্রেকারের সামনে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজনই মড়কে ছিটকে পড়েন। এতে আলমগীর হোসেন মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পর তিনি মারা যান।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘মাথায় আঘাত পাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে আলমগীর মারা যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ ইকবাল/এসজে/জিকেএস