ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৩ নভেম্বর ২০২১

মেয়াদোত্তীর্ণ টোল আদায় বন্ধ, সিলেটের শ্রম উপ-পরিচালকের প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে হবিগঞ্জে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানান জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।

তিনি বলেন, সিলেটের বিভাগীয় কমিশনারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রতিটি বিষয় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। মঙ্গলবার সকাল থেকে বাসসহ সব ধরনের পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে, সোমবার ভোর থেকে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ফলে জেলার অভ্যন্তরে ও দেশের বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইউএইচ/জিকেএস